ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

কক্সবাজার অফিস :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক, কক্সবাজার ও রিটার্নিং অফিসার মুহম্মদ শাহীন ইমরান’র সভাপতিত্বে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, কক্সবাজার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।