ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিপুল ভেজাল লুব্রিকেটিং অয়েলসহ ৪ জন আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই নগরীর সদরঘাট থানার কদমতলীর ডিটি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল অয়েলস পণ্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

 

উদ্ধার করা ভেজাল লুব্রিকেন্টের মধ্যে ৯৬৬ লিটার ভেজাল ইঞ্জিন ওয়েল, ১৩৩ টি বিভিন্ন সাইজের খালি গ্যালন, ১১৬ টি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার, গ্যালনের ছিপি আঁটানোর স্টিকার ৩৫০টি, ১ টি ড্রাই ইলেকট্রিক মেশিন ও ১টি ইলেকট্রিক সেলার মেশিন।

এই ভেজাল পণ্যসহ আটক ব্যক্তিরা হলেন- মোঃ রুহুল আমিন, মোঃ বেলায়েত হোসেন মিশু, মাকসুদুর রহমান পায়েল ও মোঃ রাসেল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েলসের খালি বোতলে ভেজাল ও নকল ইঞ্জিন ওয়েলহ মিশ্রিত করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিলো বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪