ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মদ্যপ চিকিৎসকের গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ির বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডা. রাজেন্দ্র ত্রিপুরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন বলে জানা গেছে। নিহত সুশান্ত পানছড়ির কোড়াবাড়ী এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, জেলা সদর হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি আসছিলেন। পথে পানছড়ির বাসস্টেশন এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক সুশান্ত চাকমা ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন রাজেন্দ্র ত্রিপুরাকে আহত অবস্থায় উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘিরে চিকিৎসকের গ্রেপ্তারের দাবি জানান। এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ডা. রাজেন্দ্র কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।