ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসছে আরও ৪৮ ঘণ্টার কর্মসূচি

বিশেষ প্রতিবেদক :

দেশব্যাপি চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়তে পারে বলে জানা গেছে। সরকারবিরোধী এক দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি আসছে বলে বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে।আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে। আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত রাখা হবে।

 

আজ (সোমবার) বিকালের মধ্যে যুগপৎভাবে বিএনপি ও শরিক দল এবং জোটের পক্ষ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে একাধিক সূত্র জানিয়েছে। চতুর্থ দফার মতো পঞ্চম দফায়ও অবরোধের বিকল্প হিসেবে হরতালের বিষয়টি প্রথমে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত হরতালের পরিবর্তে অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। বর্তমান পরিস্থিতিতে অবরোধকে বেশি কার্যকর বলে মনে করছে দলটি।

 

প্রসঙ্গত, গতকাল রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে, যা আগামীকাল (মঙ্গলবার) সকাল ছয়টায় শেষ হবে।