ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাত-পায়ের রগ কেটে যুবলীগ সভাপতিকে হত্যা

নিজস্ব প্রতিনিধি :

হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গাইবান্ধার সোনারায় ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার ২নং সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ব্যক্তিগত কাজ সেরে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

গুরুতর অবস্থায় জাহিদুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৩টার দিকে সেখানে মারা যান তিনি।ওসি আরও জানান, এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।