ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লাস্টিক মোড়ক ব‍্যবহার করায় অর্থদন্ড

কর্ণফুলী প্রতিনিধি:

পরিবেশ রক্ষায় পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহারজনিত কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসন কর্ণফুলী ফকিনীর হাটে

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।

 

বুধবার বিকেলে ফকিরনীর হাটে দুই প্রতিষ্ঠান প্লাস্টিক মোড়ক ব‍্যবহার করায় জরিমানা করা হয়। পাটজাত মোড়ক ব‍াধ‍্যতামুলক ব‍্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় নুর মদিনা ও শাহ আমির অটো রাইস মিলকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- পরিবেশ রক্ষায় পণ্য- ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ ১৭টি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

 

২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করে সরকার। আইনে সরকারি-বেসরকারি খাতের ২০ কেজির চেয়ে বেশি ওজনের পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

 

মোবাইল কোর্টের সহযোগিতা করেন উপজেলা প্রশাসন অফিস সহকারি দিপু চাকমা, কর্ণফুলী থানার পুলিশ ও আনসার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪:

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট