ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চাচাতো ভাইয়ের হাতে নারী খুন

বাবুল হোসেন বাবলা : চট্টগ্রাম  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের ফাতেমা বেগম ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে ও নূর সোবহানের স্ত্রী।

 

পুলিশ জানায়, ফাতেমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি পাশাপাশি। বুধবার বিকেলে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই রেজাউলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফাতেমার মাথায় আঘাত করে রেজাউল। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ১০টার দিকে ফাতেমা মারা যান।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান  সিএনএন বাংলা২৪কে বলেন  নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা দায়েরও হয়নি। তবে প্রস্তুতি চলছে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪