ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি :
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে ওই সংগঠনের ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সন্ধ্যা সড়ক অবরোধের কারণে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ উপজেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। শহরের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও কম দেখা গেছে। ইউপিডিএফ সমর্থকরা রোববার (১৭ ডিসেম্বর) রাতে শহরের বাইরে বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলেছে বলে খবর পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দিনগত রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ এর চার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা জেলায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।