ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের তুলে দিলো এপিবিএন

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

বিভিন্ন এলাকা হতে ভুক্তভোগীর জিডিমূলে বিভিন্ন মডেলের মোট ৮ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে এপিবিএন।

১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) তাদের নিজস্ব ইন্টেলিজেন্স ব্যবাহার করে অত্যন্ত বিচক্ষণতার সাথে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন এলাকা হতে উদ্ধার করেছে।

মঙ্গলবার ( ৩১ অক্টোবর) ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামানের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

এসময় অধিনায়ক এলাকার সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত না হয়ে পুলিশের সেবা নিতে উদ্বুদ্ধ করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

মোবাইলের মালিকেরা হারানো মোবাইল ফেরত পেয়ে ১৪ এপিবিএন তথা বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪