ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মো.এনামুল হক মানিক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় বড় কবরস্থানের দাঁতের মাজন ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. এনামুল হক মানিক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকালির পসি ব্যাপারী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌফাবাদ বড় কবরস্থানের দাঁতের মাজন ফ্যাক্টরীর সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ এনামুল হককে গ্রেফতার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।