ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. আইয়ুব মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের পেঠান মিয়াজী পাড়ার বাকপ্রতিবন্ধি মো. ইউসুফের পুত্র সন্তান। শিশুর পিতা স্থানীয় একটি চায়ের দোকানদার।

 

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে স্থানীয় পল্লীচিকিৎসক মাহাবুব এলাহী বলেন, সকালে শিশু আইয়ুব বাড়ির পাশে পুকুরে সবার অগৌচরে পড়ে যায়। পরের পরিবারের লোকজন খুঁজাখুঁজি করলে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখেন। পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন।