ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটো সাংবাদিক মিনহাজউদ্দিনের পিতার মৃত্যুতে সিএমইউজের শোক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)র সদস্য এবং ইংরেজী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ র স্টাফ ফটো করেসপন্ডেন্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের পিতা আলহাজ্ব আবুল কালাম মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের কূলগাঁও এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

আলহাজ্ব আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।
এক বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

আবুল কালাম দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনী ও স্বজন রেখে গেছেন।।বৃহস্পতিবার বাদ এশা নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার দারুস সালাহ হোসাইনিয়া এতিমখানা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪