ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ বিশ্বস্ততার প্রতীক’

মোঃ রোকনউদ্দিন জয়, চট্টগ্রাম :

 

সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ায় নতুন নেতৃত্বের বিকল্প নেই। তারই রূপরেখা তৈরি করতে চট্টগ্রামের পাহাড়তলীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র আহবায়ক লায়ন মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, দৈনিক স্বাধীন সংবাদ’র বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক সংবাদ মোহনার চট্টগ্রাম বিভাগীয় রিপোর্টার রেবেকা সুলতানা (রেখা চৌধুরী), পিআইবি ৭১টিভি’র চেয়ারম্যান মো. বিল্লাল।

 

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সংগঠনকে মজবুত করতে হলে সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যমতের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে সংগঠনকে শক্তিশালী করার জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানানো হয় সভায়।

 

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মিজান উল্লাহ্, দৈনিক দেশকালের বিশেষ প্রতিনিধি মো. শাহরিয়ার রিপন, চট্টগ্রাম সমাচারের নির্বাহী সম্পাদক এস এম ইলিয়াস ইমরুল, দৈনিক স্বাধীন সংবাদ’র স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদ, জহিরুল ইসলাম, আসমা আক্তার রুপা, সিএনএন বাংলা’র স্টাফ রিপোর্টার রোকনউদ্দিন জয়, দৈনিক নবজীবনের স্টাফ রিপোর্টার নুরুল আমিন সোহেল, মুরাদ হোসেন, জসিম উদ্দিন, একুশে বাণীর বিশেষ প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, দৈনিক সংবাদের মহানগর প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ, পিআইবি ৭১’র ভিডিও এডিটর আসিফ খন্দকার, শাহাদাত হোসেন, দৈনিক একুশের বাণীর স্টাফ রিপোর্টার হাসানুল আলম ও দৈনিক স্বাধীন সংবাদের ফটো সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

 

শুরুতে দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলামের কোরআন তিলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪