ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা

এমকে আলম চৌধুরী :

চকরিয়ায় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া ও পেকুয়া উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন দ্বাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ছৈয়দ মো: ইবরাহিম বীর প্রতীক।

মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কেএম সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মো: বশিরুল আলম, পেকুয়া উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল সাকিব।

প্রধান অথিতির বক্তৃতায় মেজর জেনারেল (অব:) সৈয়দ মো: ইবরাহিম বীর প্রতীক বলেন, ১৬ ডিসেম্বর বাঙালী জাতির জন্য গৌরবের দিন। এদিন দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের কল্যাণেই আজ আমরা পৃথিবীর বুকে স্বাধীন জাতি।