ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা যুবকের ভাসমান গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উখিয়া:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে ভাসমান এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত নয়টার দিকে উখিয়া উপজেলার বালুখালি ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের খালে ভাসতে থাকা সানাউল্লাহ (৪০) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

সানাউল্লাহ (৪০) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলির পুত্র বলে জানা গেছে।

৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- ‘মরদেহটি উদ্ধার করে উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে’।

এর আগে একইদিন ভোরে রোহিঙ্গা ক্যাম্পে আরএসও-আরসা’র মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর দুইজন নিহত হন। নিহত ৫ জনই আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের একটি সূত্র বলছে, ওই যুবককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাঁকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে সর্বমোট ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪