ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পর্কের স্বীকৃতি পেলেও সিঁদুর মেলেনি ইমনের!

বিনোদন বাংলা :
একজন সদ্য সম্পর্ক থেকে বেরিয়ে ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন, আর অন্যজন সম্পর্ক থেকে বেরোনোর কয়েক মাসের মধ্যেই বিয়ে করে নেন। যদিও এখন তারা খুবই ভালো বন্ধু। একসঙ্গে একাধিক জায়গায় স্টেজ শো করছেন।

কথা হচ্ছে গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে। একটা সময় তাদের প্রেম বেশ চর্চিত ছিল। তাদের সম্পর্কের স্বীকৃতি নিজেরা দিলেও ইমনের কপালে মেলেনি শোভনের সিঁদুর! তাদের পুরনো চর্চিত সম্পর্কের ভাঙনের নেপথ্য নিয়েই এই প্রতিবেদন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমন ও শোভন প্রেম করলেও তার সেই প্রেমের খবর কাউকে টের পেতে দেননি। কিন্তু আচমকাই ব্রেকআপ। তারপরই দুজনের পথ দুইদিকে বেঁকে যায়। কিন্তু কেনো ? একটা সময় তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকেই এটা আন্দাজ করতে পেরেছিলেন যে তারা সম্পর্কে রয়েছেন। শোভনের চেয়ে ইমন অনেকটাই বড় ছিলেন। তবে বয়সের ফারাক তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি কোনো সময়েই। এক সময় দিদি নম্বর ওয়ানে হাজির হয়ে রচনার সামনেই কার্যত নিজেদের প্রেম স্বীকার করে নিয়েছিলেন শোভন এবং ইমন। তারপর থেকে চুটিয়েই প্রেম করতেন দুজনে। কিন্তু আচমকাই তাদের মধ্যে কী এমন হলো যে, তা ব্রেকআপ পর্যন্ত গড়ায়।

জানা যায়, দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিলেন শোভন – ইমন। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। কিন্তু ভবিষ্যতে তাদের জন্য অন্য কিছু ঠিক করা ছিল। সম্পর্কটা টেকেনি শোভন ইমনের। হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেনো আলাদা হয়ে গিয়েছিলেন শোভন আর ইমন ? ইন্ডাস্ট্রির কানাঘুঁষো অনুযায়ী, দিদি নম্বর ওয়ানে আরেকটি এপিসোডে শোভন তার মাকে নিয়ে এসেছিলেন। আর সেখানেই শোভনের মা তার ছেলের সঙ্গে ইমনের সম্পর্কের কথা জানতে পারেন। ইমনকে পুত্রবধূ হিসেবে মোটেও পছন্দ নয়, ক্যামেরার সামনেই তা বুঝিয়ে দিয়েছিলেন শোভনের মা। এর কিছুদিন পরই ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে ইমন ও শোভনর সম্পর্ক ভাঙার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ইমনের পর শোভন সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গেও। তবে তিনবছর সম্পর্কে থাকার পর চলতি বছরের এপ্রিল – মে মাসেই শোভন ও স্বস্তিকার সম্পর্কে ভাটা পড়ে। সেই সময় শোনা গিয়েছিল যে, প্রাক্তন ইমন নাকি ফিরে এসেছে শোভনের জীবনে। যদিও এইসব নিয়ে মুখ খোলেননি শোভন বা ইমন কেউই। বর্তমানে নীলাঞ্জনের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করছেন ইমন, তার সফলতা এখন আকাশ ছোঁয়া। আর শোভনও নতুনভাবে সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে।