ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় পুকু‌রে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রি‌পোর্টার, কুতুবদিয়া

কক্সবাজা‌রের কুতুবদিয়ায় পুকু‌রে ডুবে নুসপা না‌মের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়া‌রি) দুপুর ১২ টার দিকে লেমশীখালী গ্রা‌মে পানি ডুবির ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুর ১২ টার দি‌কে সকাল ওই গ্রা‌মের ৬ নম্বর ওয়া‌র্ডের কাইছার আল‌মের মে‌য়ে নুসপা (৪) সবার অজা‌ন্তে পা‌শের পুকুরে ডু‌বে যায়।

এসময় তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব‍্যরত ডা: সো‌হেল রানা শিশুটি মৃত বলে জানান ।