শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম :
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিবসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধের ২য় দিন বুধবার (১৩ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় মশাল মিছিল বের করে দলটি। বুধবার দুপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও চান্দগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ মামুনকে চান্দগাঁও থানা ও বায়েজিদ থানা এবং যুবদল নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানার পুলিশ।
অবরোধের সমর্থনে দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চান্দগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। উপস্থিত নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আবু সুফিয়ান সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এতে অংশ নেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আবদুল আজিজ, নকিব উদ্দীন ভূইয়া, জসিম উদ্দিন, আফিল উদ্দিন আহমেদ, থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, সদস্য সচি শহীদুজ্জামান, ছাত্রদলের আহবায়ক আবদুর রহমান আলফাজ। তাছাড়া দুপুরে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর ও কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসডকের কালু শাহ মাজার এলাকায় উত্তর জেলা বিএনপির মিছিল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহর নেতৃত্বে দুপুরে প্রবর্তক মোড় থেকে দুই নম্বর গেট এসপি অফিস পর্যন্ত মিছিল, মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে নগরীর অক্সিজেন এলাকায় মহানগর যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়ক অবরোধ করে। এতে অংশ নেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি ফজলুল হক সুমন, অরুপ বড়ুয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ সাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, নুরুল আমিন।
মহানগর বিএনপি নেতা আজাদ বাঙ্গালীর নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম লিংক রোডে বিএনপির মিছিল, গোসাইল ডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুনের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে কর্ণফুলী ক্রসিং এলাকায় মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে সকালে প্রবর্তক মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন রাজুর নেতৃত্বে ঢাকা চট্রগ্রাম লিংক রোডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, পতেঙ্গা থানা যুবদলের উদ্দ্যেগে পতেঙ্গা এয়ার পোর্ট রোডে মিছিল, পেকুয়া সড়কের বাঁশখালীতে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে মিছিল, মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই রাস্তার মাথা ও কাজীর হাট এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে চান্দগাঁও থানা ছাত্রদলের মশাল মিছিল, মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে কদমতলী এলাকায় মিছিল, মাঝিরঘাট ঘাট গুদাম চালক শ্রমিকদল নেতা মো. রুবেল, মো. সিরাজ ও বাদলের নেতৃত্বে মাঝিরঘাট মোড়ে মিছিল করে।
এছাড়া দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে সাতকানিয়া সড়কে উপজেলা যুবদলের মিছিল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আনোয়ারা উপজেলা বিএনপির মিছিল, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের নেতৃত্বে বাঁশখালী সড়কে মিছিল, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেলের নেতৃত্বে পটিয়া সদরে মিছিল, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলুর নেতৃত্বে পটিয়ায় মিছিল, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিসি ট্রাষ্ট এলাকায় মিছিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের নেতৃত্বে বাঁশখালী সড়কে বিক্ষোভ মিছিল করে।