ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় উঠান বৈঠক : পুষ্টি প্লেট -কার্ড ও চারা বিতরণ

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ২০২৩-২৪ অর্থবছরে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায় উপ সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ, জাহিদুল হক সহ স্থানীয় কৃষকগণ এতে বক্তব্য রাখেন।

এতে কৃষিবিদ কল্পনা রহমান বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিকে আবাদযোগ্য এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।

এই প্রকল্পের আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনায়, পুকুর- খালের পাড়ে, বাড়ির আশপাশে ছায়াযুক্ত ব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করলে পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। তিনি কৃষকদের আরো উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তিনি আরো আরো বলেন, এই প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এতে করে বসতবাড়ির আঙিনা বা নিকটস্থ পতিত জমি ব্যবহার করে শাকসবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় করা ও সম্ভব হবে।

উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মধ্যে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ ও ফলদ চারা বিতরণ করা হয় ।