ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোছড়ি উচ্চ বিদ্যালয়ে সেরা বিতার্কিক আফরোজা ইসলাম

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

অধিক জনসংখ্যা’ বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়- বিষয় নিয়ে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দোছড়ি উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫ জন করে প্রতিযোগী অংশ নেয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজিত শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।

 

এতে বিপক্ষদল বিজয়ী হয়। বিচারকের দায়িত্ব পালন করেন, স্কুলের গভর্নিং বডির সদস্য আব্দুল নবি, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসাইন মেহেদী ও মোঃ রফিকুল আলম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্লাহ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মির্জা এমদাদুল হক রবি ও সহকারী শিক্ষিকা ছিদরাতুল মুনতাহা। প্রতিযোগীতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা আফরোজা ইসলাম।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪