ই-পেপার | শনিবার , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক:সিএনএন বাংলা২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুর মোহাম্মদ নামে এক হেড মাঝি (রোহিঙ্গা নেতা)সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে উপজেলার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ গোলাগুলি ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- কুতুপালং রোহিঙ্গা শিবিরের ইউসুফ আলীর ছেলে হেড মাঝি (রোহিঙ্গা নেতা) নুর মোহাম্মদ এবং রুহুল আমিন ও বালুখালী ক্যাম্পের নুরুল আলম।

তাদের মধ্যে দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে এবং একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যেসব রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে কথা বলছেন, তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এপিবিএন অধিনায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত। শরণার্থী শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪