ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ১০টি প্রতিষ্টানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃআমিন উল্লাহ টিপু ,চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার দুপুরে চন্দনাইশ সদর ও বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও মেয়াদ উর্ত্তিন্নের অপরাধে এ জরিমানা আদায় করা হয়। ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলো হচ্ছে এম এ হাকিম ষ্টোর ১০ হাজার, ইলিয়াস ষ্টোর ১০ হাজার,তাহের ষ্টোর ২ হাজার, মক্কা মদিনা ষ্টোর ৫ হাজার,ফজল করিম চায়ের দোকান ১ হাজার, পারভীন ষ্টোর ৫ হাজার, ইউসুফ সওদাগর ১ হাজার, বিকাশ ষ্টোর ১০ হাজার, মোতালেব এন্ড সন্স ১০ হাজার ফোরক ষ্টোর ৫ হাজার।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমার নেতৃত্বে অভিযানে অফিস সহকারী রিগাল শীল, ও এস আই নিমাইসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।