ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রমের দুই উপজেলায় নতুন ইউএনও

চট্টগ্রাম অফিস :

ফটিকছড়ি উপজেলায় ইসমাইল হোসেন ও লোহাগাড়ায় উপজেলায় জেপি দেওয়ানকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম (সংস্থাপন শাখা) স্বাক্ষরিত এক আদেশে তাঁদের পদায়ন করা হয়।মো. ইসমাইল হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেপি দেওয়ান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

 

 

একইদিন পৃথক এক আদেশে চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেল ভূমি আফিসে নতুন দুই সহকারী কমিশনারকে পদায়ন করা হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার গাজালা পারভীন রুহি (রাজস্ব) স্বাক্ষরিত আদেশে চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে ফেরদৌস আরা এবং আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়

 

সিএনএন বাংলা২৪