ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৈনিক পূর্বদেশ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম উদ্দীন
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

পত্রিকার জিএম কামরুল ইসলাম হোছাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদকে শ্রদ্ধায় স্মরণ করা হয়।

মেয়র বলেন, গণমাধ্যমের চোখে দেশ ও জাতির বাস্তব প্রতিচ্ছবি উঠে আসে। আমাদের সমাজ বদলানোর হাতিয়ার সাংবাদিকরা। তাদের কলম-ক্যামেরা, লেখনী শুধু উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার খবর দেয় না, সচেতনতারও বার্তা দেয়। মৌলিক ও সাংবিধানিক অধিকারবঞ্চিতদের জন্য সাংবাদিকদের ভূমিকা বরাবরই প্রশংসনীয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ অতিথিরা।

দৈনিক পূর্বদেশ’র সহকারী সম্পাদক আবু তালেব বেলাল ও বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আলী আব্বাস,বর্তমান সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সাধারন সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ-সভাপতি শহিদুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হক বাবুল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, লেখক গবেষক মাসুম চৌধুরী, দৈনিক বাংলা বুর্যো চীপ ডেজি মওদুদ, দৈনিক আমাদের সময় বুর্যো চীপ হামিদ উল্লাহ, সীতাকুন্ড প্রতিনিধি জাহেদুল ইসলাম ও ঈদগাঁও উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দীন প্রমুখ।

শুভেচ্ছা জানান বিভিন্ন পত্রিকা,টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো প্রধান, ওয়ার্ড কাউন্সিলর, আ’লীগ-বিএনপি নেতা ও বিভিন্ন উপজেলার কর্মরত প্রতিনিধিসহ অনেকে।