ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিভাগীয় কমিশনারের চুক্তি বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে নিমতলা বিশ্বরোড এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিগত ১০/০৮/২০২৩ ইংরেজি তারিখে বিভাগীয় কমিশনারের সাথে চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি:নং:চট্ট-১৪২৭ এবং চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং:চট্ট-১৪০৫ এর মধ্যে সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নের দাবিতে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইদ্রিস কেরানীর সঞ্চালনায় উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ক্রাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক,জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সভাপতি বখতিয়ার উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক,চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা আবদুল কাদের সুজন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা মো:এরশাদুর রহমান চৌধুরী,বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা সরওয়ার আলম,৩৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন মিয়া,চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী সভাপতি এম এ কালাম,জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি সাইদুল হক মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক বাকের হোসেন,সহ-সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,দপ্তর সম্পাদক সুবীর চন্দ্র দাস,কোষাধ্যক্ষ আবুল কাসেম,সহ-কোষাধ্যক্ষ রাশেদুল করিম চৌধুরী,ক্রীড়া সম্পাদক মো:হানিফ,সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসান,যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার চৌধুরী আরমান,এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক মো:হারুন অর রশিদ,সদস্য সচিব মো:রশিদ আহমেদ,সদস্য এবং স্টাফ ইউনিয়নের সভাপতি মো:ফেরদৌস আলম,সদস্য আবুল আলম,নজরুল ইসলাম,হুমায়ুন কবির সফি,নুরুন্নবী বাবর।

উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং:চট্ট-১৪০৫ কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদের,জহির উদ্দিন,ফখরুল ইসলাম বাহাদুর।

 

প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার উদ্দিন খান বলেন কোস্টার হেজ শ্রমিকদের ন্যায্য দাবী নিয়ে ছিনিমিনি খেলা চলবে না,অনতিবিলম্বে কোস্টার হেজের চুক্তি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।বিশেষ অতিথির বক্তব্যে আবদুল কাদের সুজন বলেন, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সম্পাদিত চুক্তিটি অবিলম্বে বাস্তবায়ন করা হোক।

প্রধান বক্তার বক্তব্যে মো:এরশাদুর রহমান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে অবহেলার কারণে দেশের মাটিতে নোবেল বিজয়ী ড.ইউনুসের বিচার হচ্ছে,কোস্টার হেজের শ্রমিকদের অধিকার নিয়ে যারা তামাশা করছে তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ।তিনি অবিলম্বে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক মো:হারুন অর রশিদ বলেন শ্রম আইনের বিতর্কিত ১৮৫(ক) ধারার কারণে চট্টগ্রাম বন্দরে শ্রমিক নির্যাতনের মাত্রা শেষ সীমানায় গিয়ে ঠেকেছে অনতিবিলম্বে শ্রম আইনের বিতর্কিত ১৮৫(ক) ধারা বাতিল করে আন্ত:মন্ত্রণালয় এর MOU চুক্তির আলোকে ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্ত যাচাই-বাছাইকৃত শ্রমিক-কর্মচারীর মাধ্যমে বুকিং সেন্টার চালু করা হোক।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুরুজ্জামান জনি বলেন অনেক সহ্য করেছি আর নয় অনতিবিলম্বে কোস্টার হেজের চুক্তি বাস্তবায়ন না করলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
আরও উপস্থিত ছিলেন।