ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১৯ নভেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক :

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। বিলম্ব ফি’সহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

ফি জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনস্থ এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত।

১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর। এখন দ্বিতীয় দফায় বাড়লো ফরম পূরণের সময়। ২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা রয়েছে।