ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহ:
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহে মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে বদ্ধভূমি, গণকবর, স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রোববার বেলা ১১টায় দিগে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে কবুতর ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠান মালা শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

এসব কর্মসূচিতে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ,জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রউফ, সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ রফিকুজ্জামান, কামাল পাশা, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে ময়মনসিংহে ১১ নং সেক্টর ছিল বাংলাদেশের বৃহত্তম সেক্টর। ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা এবং রংপুর জেলার গাইবান্ধা মহকুমা নিয়ে গঠিত হয় এই সেক্টর। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ১১নং সেক্টরের মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।