ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পশলা শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে সিজেএফআরএ এর বনভোজন

মোঃ মাসুদ রানা,চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন কেন্দ্র পার্বত্য খাগড়াছড়ি সুন্দরের লীলাভূমি হর্টিকালচার পার্ক ও আলুটিলা গুহা পশলা শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে সিজেএফআরএ এর বনভোজন।

 

কর্মব্যস্ত নাগরিক জীবনে এক পশলা শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর এক ঝাঁক তরুণ প্রবীণ রেফারিজ নিয়ে বনভোজন।

 

একঘেয়েমি কাটাতে বনভোজনের জুড়ি মেলা না, তাই পর্যটন কেন্দ্র পার্বত্য খাগড়াছড়িতে সিজেএফআরএ এর সদস্যরা ওমধ্যাহ্ন ভোজন ও নির্মল বিনোদনে মেতে উঠেছে শনিবার ২৭-জানুয়ারী।