ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় রাসেল বহুমুখি সমিতির সভায় লভ্যাংশ ঘোষণা

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা সমিতি কার্যালয়ে সভাপতি কাজল চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি, দক্ষিণ ভূর্ষি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ সেলিম।

বক্তব্য রাখেন সমিতির সংগঠক ও প্রধান উদ্যোক্তা মোঃ হুমায়ুন কবির রাশেদ, সত্যজিৎ দাশ কাঞ্চন, সহ সভাপতি সমীর কুমার দে, সম্পাদক বিধান চৌধুরী, অর্থ সম্পাদক কানু দে, পরিচালক চম্পক কুমার দে, কাঞ্চন মজুমদার, ডা: উজ্জ্বল চক্রবর্তী, সাবেক সভাপতি রিজুয়ান কবীর, রফিকুল ইসলাম, সহ সভাপতি রনধীর চক্রবর্তী, নেপাল কান্তি মজুমদার, বিধান কুমার দে, আভ্যন্তরিণ অডিটর নিহার কান্তি চক্রবর্তী, মিলন কান্তি নাথ, এড. অনিক দে যিশু, বাবুল কান্তি দে, মিন্টু কুমার দে, চম্পক দে, প্রবীর চক্রবর্তী, রুমন চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপ্লব চক্রবর্তী রিগ্যান। এতে রাসেল বহুমুখী সমবায় সমিতি মিটেডেরর আর্থসামাজিক উন্নয়নে বিগত বছরে রেখে যাওয়া নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এতে সমিতির শেয়ার হোল্ডারদের জন্য ৬০% লভ্যাংশ ঘোষণা করা হয়।