ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বাস চাপায় মসজিদের ইমাম নিহত

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে বাসচাপায় ইসকান্দর জামি (৫৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসকান্দর স্থানীয় একটি মসজিদের ইমাম ও ইসলামি প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পটিয়া শাখার ইনচার্জ। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের ইকরাম চৌধুরীর ছেলে।

 

জানা গেছে, মাওলানা ইসকান্দর জামি মোটরসাইকেলে মঙ্গলবার বিকেলে বাসায় ফিরছিলেন। পথে পটিয়া বাইপাস সড়কে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

 

এইচেএম কাদের,সিএনএন বাংলা২৪: