ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ঈদগাঁওতে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক এলাকায় সিএনজি ও মাতামুহুরি সার্ভিসের মুখোমুখি ধাক্কায় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন যাত্রী। বুধবার (১২ জুলাই) বিকালে এঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঈদগড় -ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালাই মাতামুহুরী বাস সার্ভিস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যুসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারী রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের জালালের জুম এলাকার বাসিন্দা।