ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সবুজ

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ও মীরকান্দা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোকছেদুল মোমেন সবুজ বিনা প্রতিদ্বন্বিতায় ঐতিহ্যবাহী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা মেম্বার আবুল বাশার বাদশা বলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. মোকছেদুল মোমেন সবুজের মত তরুণ সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দিত।

 

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো. মোকছেদুল মোমেন সবুজ বলেন, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।

 

তিনি বলেন, আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানিজিং কমিটির সকল সদস্যদের প্রতি, বিশেষ করে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

মোকছেদুল মোমেন সবুজ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪