ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুর দক্ষিন মিঠাছড়ি থেকে বিদেশী সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রামুর উপজেলার দক্ষিন মিঠাছড়ি থেকে ১২ লাখ টাকা মূ্ল্যের বিদেশী সিগারেট জব্দ করেছেন রামুর তুলাবাগার হাইওয়ে পু্লিশ।

বুধবার (৯ আগষ্ট) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথাস্থ ফুলতলী হতে পরিত্যক্ত অবস্থায় এসব বিদেশী সিগারেট জব্দ করে।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রামু, সদর আসেন সাবেক সাংসদ দিদারুল আলম চৌধুরীর দক্ষিন মিঠাছড়িস্থ খামার বাড়ির সিকদারপাড়া সড়কে দিয়ে এসে একটি পিকআপ (ডাম্পার) গাড়ি ফুলতলী ষ্টেশন এলাকায় বস্তাবর্তি বিদেশী সিগারেটগুলো ফেলে দ্রুতগতিতে সটকে পড়ে।

 

পরে রামু থানা হাইওয়ে পুলিশের একটি টহল দল বস্তাগুলো জব্দ করে। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা বলে জানা যায়।

রামু হাইওয়ে থানা পুলিশের ওসি বিষয়টি জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪