ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে বিদ্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন করলেন কানিজ ফাতেমা

নুর মোহাম্মদ,কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক দিলরুবা আকতার, শিক্ষক আবদুল জাব্বার, জামাল হোছাইন চৌধুরী,হোসনে আরা বেগম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটি মঙ্গলবার ৫ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

একই দিন রামুর চেইন্দা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।