ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি :

 

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে ৮ম জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে।

২৫ সেপ্টেম্বর, সোমবার বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ক্রীড়া সংস্থা’র ৯টি দল। উদ্বোধনী খেলায় অংশ নেয় লক্ষীছড়ি উপজেলা ও পানছড়ি উপজেলা। উদ্বোধনী খেলায় লক্ষীছড়ি উপজেলাকে ১-৬ গোলে পরাজিত করে পানছড়ি উপজেলা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ক্রীড়া অফিসাররা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪