ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বামীর বিয়ের আসরে ওমান থেকে ছুটে এলেন প্রথম স্ত্রী

সিএনএন বাংলা২৪, চট্টগ্রাম:
প্রবাসে বউ রেখে গোপনে দেশে এসে বিয়ে, শুনে বাংলাদেশে উড়ে এলেন প্রথম স্ত্রী!
চট্টগ্রামের পটিয়া পৌরসদরের খাসমহলস্থ একটি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার রাতে চলছিল উপজেলার কচুয়াই ইউনিয়নের এক মেয়ের মেহেদী সন্ধ্যার আয়োজন। সন্ধ্যা থেকে নিমন্ত্রিত অতিথি আসতে শুরু করেছেন। অনেক অতিথি খাওয়া-দাওয়া সারছিলেন।

 

শুক্রবার (২ জুন) একই কমিউনিটি সেন্টারে ছিল বিয়ের আয়োজনও। ওই মেয়ের সাথে বিয়ের আসরে বসবেন জিরি ইউনিয়নের মধ্যম জিরি গ্রামের প্রবাসী মোহাম্মদ একরাম। রান্না ঘরে চলছিল বিয়ের আমন্ত্রিত অতিথির খাবারের আয়োজন। আচমকাই সেখানে হাজির হন এক নারী। অনুষ্ঠানে এসে একরামের প্রথম স্ত্রী বলে দাবি করেন তিনি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই অনুষ্ঠানে।

মেহেদীর সাজে থাকা মেয়ের পরিবারের সদস্যরা তখন ওই নারীর কাছে তার ও একরামের বিয়ের কাগজপত্র দেখতে চান। তখন ওই নারী তাদের বিয়ের সকল ডকুমেন্টস দেখান। বিব্রতকর এমন পরিস্থিতি সামাল দিতে মেয়ের পক্ষ ডেকে আনেন তাদের স্থানীয় কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে। চেয়ারম্যান ঘটনাস্থলে এসে খবর দেন বর পক্ষকে। অভিভাবককে সাথে নিয়ে কনে পক্ষের মেহেদী অনুষ্ঠানস্থলে আসতে বলা হয় তাদের। পরে রাত ১টার দিকে বর, বরের অভিভাবক ও তাদের স্থানীয় জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপুসহ উপস্থিত হন সেখানে। বর-কনের পরিবার ও ওই নারীকে নিয়ে অনুষ্ঠানস্থলেই শুরু হয় বিরোধ।

 

প্রথম স্ত্রী পরিচয় দেওয়া ওই নারীর দাবি, খুলনা জেলার রুপসা গ্রামে তার বাড়ি। সে ওমানে (প্রবাসে) একটি মার্কেটে চাকরি করত। সেখানে একটি কোম্পানীতে চাকরি করত একরাম। সেখান থেকেই তাদের পরিচয় ও সম্পর্ক। ২০২১ সালে দেশে এসে দু-জনের সম্মতিতে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তাদের। এরপর চট্টগ্রামে ভাড়া বাসা নিয়ে ৪ মাস সেখানে সংসার করেন তারা। এরপর দুজনেই প্রবাসে ফিরে যান। প্রবাসে সবকিছুই ঠিকঠাক মত চলছিল তাদের। হঠাৎ গত ১৫-২০ দিন আগে গ্রামের বাড়িতে জায়গা-সম্পত্তির ঝামেলার কথা জানিয়ে দেশে চলে আসেন একরাম। আমি সাথে আসতে চাইলে সে আমাকে আনেনি। পরবর্তীতে জানতে পারলাম দেশে এসে ফের বিয়ে করেছেন তার স্বামী। খবর পেয়ে দ্রুত টিকেট করে ওমান থেকে সরাসরি চট্টগ্রামে চলে আসি। এরপর সোজা বিয়ের অনুষ্ঠানস্থলে এসেছি।

 

কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম জানান, এ ঘটনায় একরামের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান পন্ড হয়। অনুষ্ঠানের খরচ বাবদ সাড়ে ৫ লক্ষ টাকা কনে পক্ষকে জরিমানা দিতে হয়েছে একরামকে। পরবর্তীতে যার যার মত সবাই ফিরে যান।

 

জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু জানান, প্রথম স্ত্রীর দাবির প্রেক্ষিতে একরামের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। ওই নারী বর্তমানে তার বাড়িতে ফিরে গেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: