ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামগড়ে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার 

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে মো. আতাউল করিম (শিবলী) নামে গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মো. নুরুল করিম মাষ্টারের ছেলে। তিনি পাঁচ মাস বয়সী একটি মেয়ের জনক।

শিবলি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন বলে জানা গেছে।

তবে এটা কি আত্মহত্যা, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার দুপুরে শিবলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় শিবলীর লাশ উদ্ধার করি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪