ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

ভারি বর্ষণের কারণে নদীর পানির প্রবল স্রোতে জাতমলী বেইলি সেতুর পাশের মাটি সরে গিয়ে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

 

জানা যায়, ৮ আগস্ট (মঙ্গলবার) সকাল আনুমানিক ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই যানচলাচল বন্ধ হলে বেইলি সেতুর দু’পাশে ছোট-বড় যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়েছে দু’পাড়ের মানুষ। এ বিষয়ে তাৎক্ষণিক সড়ক বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যায়নি।

 

স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন- ‘ভারি বৃষ্টির কারণে প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাটকৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে’।

 

এইচএম কাদের,সিএনএন বাংলা২৪