ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে অভিযানে ১৭ জুয়াড়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিং এ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৭ জুয়াড়িকে আটক করেছে রাঙ্গামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।রাঙ্গামাটি এপিবিএন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১৭ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২’শ টাকা জব্দ করা হয়।

 

পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন আরও জানান, এপিবিএন-১ এর এএসপি মাজহারুলের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান ও রফিকুল ইসলাম এপিবিএন’র সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা করা হয়েছে। আগামীতেও জুয়ার আসর ভেঙ্গে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, এপিবিএনের অভিযানে ১৭ জুয়াড়িকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।