ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহকর্মীকে চাকরি বাঁচাতে গলা কেটে হত্যা, ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা সরকারি হাসপাতালের মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সহকর্মী আশিক বিল্লাহকে (৩৪) আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৫ জুলাই) রাত দশটার দিকে হাসপাতালের মসজিদের পাশের মাঠে এ ঘটনাটি ঘটে। এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেল্থ কেয়ারের সেলস রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “দোকানে কোম্পানির ওষুধ বিক্রিকে কেন্দ্র করে এস আর এরশাদ আলীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় আশিক বিল্লাহর।

এ সময় এরশাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর হুমকি দেন। এতে চাকরি হারানোর ভয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে এরশাদ আলীকে গলা কেটে হত্যা করেন আশিক বিল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক বিল্লাহ এসব কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আটককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪