ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়াতে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন। এসময় তার নিকট থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে ১৪ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবালের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন এর সহঅধিনায়ক মোঃ সাইফুজ্জামান (পুলিশ সুপার) এর তত্ত্বাবধানে, নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ কবির হোসেনের নেতৃত্বে এসআই ময়নাল হোসেন খানসহ একদল পুলিশ টিভি টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে রোহিঙ্গা রোকেয়া (২৮) কে গ্রেফতার করে।

 

আটক রোহিঙ্গা নারী এফসিএন ১৮৮৮৭৮, সাব ব্লক-ই/৩, ক্যাম্প-৭ এর মৃত হাশেমের মেয়ে ও মোহাম্মদ আয়াসের স্ত্রী।