ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক মন্ত্রী আফসারুল আমীনের ইন্তেকালে চুয়েট ভিসির শোক

বার্তা পরিবেশক, সিএনএন বাংলা২৪:

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ডাঃ মো. আফছারুল আমীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

এক শোকবাণীতে চুয়েট ভিসি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতির পাশাপাশি দক্ষ শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে নিরলস কাজ করে গেছেন। বিশেষ করে, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে তাঁর চিকিৎসাসেবা আমরা কৃতজ্ঞচিত্তে মনে রাখবো।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪