ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেড থানায় ব্যারাক ও নোঙর উদ্বোধন করেন পুলিশ কমিশনার

চট্টগ্রাম ব্যুরো :

সিএমপি’র ইপিজেড থানা প্রাঙ্গণে স্থাপিত গোলঘর ‘নোঙর’ ও ৩য় তলার সম্প্রসারিত ব্যারাক ভবনের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ২৬ নভেম্বর বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

পুলিশ কমিশনার এসময় বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ব্যারাকটির নির্মাণ কাজে সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনা (বন্দর) শাকিলা সোলতানা। এসময় থানায় স্থাপিত সার্ভিস ডেলিভারি সেন্টার, নারী ও শিশু হেল্প ডেস্ক, মহিলা হাজতখানা, মুক্তিযোদ্ধা কর্নার, দেয়ালিকা স্থাপন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে থানা এলাকায় স্থাপিত সিসি ক্যামেরা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন, ওসি মোঃ জামাল উদ্দিন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।