ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ইয়াবাসহ আটক ১

নুর মোহাম্মদ, ককসবাজার:

ককসবাজারে উখিয়া থেকে একজন মাদককারবারী ইয়াবাসহ গ্রেফতার করেছে ১৪ এপিবিএন। বুধবার (২২ নভেম্বর) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল। এসময় গ্রেফতারকৃত ব্যাক্তির দেহ তল্লাশি করে ৭শ ষাট পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

 

১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ নভেম্বর) উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) জাকির হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট, এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম (৩৫) কে সাতশ ষাট পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি উখিয়া উপজেলার মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেম’র পুত্র। তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ।