ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘুমগাছ তলা নামক এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাহল আহমেদ নোবেল এসি,জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও গবাদিপশুসহ চোরাই পণ্য পাচার রোধে বিজিবির অভিযান চলমান রয়েছে ।