ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় দ্রুতগতির ট্রাক পিষে মারলো পথচারীকে

ফরিদুল আলম শাহীন:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ হাশেম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ফুইট্টাচারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাশেম চকরিয়া উপজেলার মানিকপুর ৩নং ওয়ার্ড এলাকার গুরা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুইট্টাচারা ব্রিজ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোহাম্মদ হাশেম নিহত হন। আহত হন আরো পাঁচজন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪