ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় রাতের আঁধারে বসতবাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা

মুহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে প্রবাসী আনোয়ারের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৬ ডিসেম্বর মাঝরাতে দেওয়া ওই আগুনে বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আনোয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালি এলাকার কোনারপাড়ার মৃত হায়দার আলির পুত্র।

ভুক্তভোগী আনোয়ারের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, ওইদিন রাত আড়াইটার দিকে কুকুরের প্রচন্ড চিৎকারে বাইরে বেরিয়ে দেখেন তাদের বাড়ির চালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় তাকে দেখে স্থানীয় মৃত ছলামত আলির পুত্র শামসুল আলম দৌড়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে প্রতিবশীরা এগিয়ে এসে দীর্ঘসময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারের দাবি, অভিযুক্ত শামসুল আলম দীর্ঘদিন ধরে তাদেরকে ভিটেবাড়ি ছাড়া করার নানান চক্রান্ত ও ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায় বাড়িতে আগুন দিয়ে সে সকলকে পুড়িয়ে মারতে চেয়েছিলো।