ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হামুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ইপসার অর্থসহায়তা

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার :

ঘুর্নিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কাজের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে পরিবার প্রতি সাড়ে ৪ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করেছে এনজিও ইপসা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি ছিলন- সদর ইউএনও মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইসমাইল ও চেয়ারম্যান মুজিবুর রহমান।

এর আগে ১৯ নভেম্বর কক্সবাজার পৌরসভার ১০০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো: মাহবুবুর রহমান চৌধুরী।