ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য পুত্র ও পিতা নিহত

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজার জেলার রামুতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ পিতাপুত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

 

শনিবার (২১ অক্টোবর) বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সেনা সদস্য আবুল মোকরমা জিহাদি (৩৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালুমঘাটের ডুমখালী এলাকার আবু তাহের সর্দার’র পুত্র। নিহত অপরজন নিহত সেনা সদস্যের পিতা আবু তাহের সর্দার (৭৩)।

 

এদের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যের মেয়ে আইসিও’তে চিকিৎসাধীন আছেন।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রামু সেনানিবাস থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪