ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯নভেম্বর ) রাতে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানের নিদের্শনায় এসআই সাইফুল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের প্রধান সড়কের একটি মটর সাইকেলের গ্যারেজের সামনে থেকে এসব ইয়াবাসহ নুর আহমদ (১৯) নামের এক মাদক পাচার কারিকে আটক করতে সক্ষম হয়।

 

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১২ লাখ টাকা। আটককৃত ব্যক্তি হলেন,নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের গলাচিপা এলাকার জালাল আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান।